Apr 17, 2014

কী করে আপনার কম্পিউটারকে কথা বলাবেন ??

হাই বন্ধুরা আমী পীযূষ আমী আজ আপনাদের একটা খূব মজার জিনিস শেখাব । কী করে আপনার কম্পিউটার কথা বলবে তা জানতে চান ??

টীক আছে আমী বলছি যা যা তাই করুণ  উইন্ড ৭ এর START এ ক্লিক করুন তারপর Search programe and file এ গিয়ে লিখুন NERRATOR তারপর যে Software টি খুলবে সেটি Run করে রাখলেই আপনার মাউস পয়েন্ট যেখানে নিয়ে যাবেন সেটি English এ পরে শোনাবে ।  

Apr 16, 2014

ভালোবাসা কাছ থেকে দূরে সোরে গেলে ...... কী হয় ।

জানি তুমি খুব সুখে আছ। জানি আমাকে তুমি মন থেকে ভূলে গেছ। যে আমাকে এত ভালবেসেছিলে সেই তুমি এত দূরে কি করে চলে গেলে? আমার সাথে কথা বলে তোমার দিন শুরু
হত। রাতে কথা না বললে তোমার ঘুম'ই আসতো না। এখন তোমার সকাল হয় কি করে? রাতে ঘুম আসে তো তোমার?নাকি আমার জায়গা টা অন্য কেউ পূরন
করছে? তোমাকে এত বেশি বিশ্বাস করেছি যে  তোমাকে ছেড়ে যাবার কথা কখনো ভাবিনি। এত টাই ভালবেসেছি যে তোমাকে কষ্ট দেবার কথা আমার একটু ও মনে ধরেনি। আজ হয়তো তুমি খুব সুখে আছ। আমাকে একরাশ কষ্ট দিয়ে ! তুমি সুখি হবে বলে চোখের অশ্রু গুলো আকাশে ভাসতে ভাসতে চলে ,তবে ভালো থেকো যেখানে থাকো অনেক সুখে থেক ।


 তোমার ..........................................

This is real love....

কষ্টগুলোকে আজ ছুটি দিলামভাসিয়ে দিলাম কান্নারলোনা জলেমুক্তি দিলাম তোমাকেওআর আসব না জ্বালাতে...।।কাঁদাবো না আরতোমার নয়ন দুটিকেহাসাবো না ওই ঠোঁট দুটিকে...ভাঙ্গব না আর ঘুম তোমারবলব না আর নির্ঘুম রাত কাটাতে....।।সত্যিই আজ মুক্ত তুমিযে বাম পাঁজরে রাখার জন্য তোমায়এতো ঝগড়া,এতো বোঝাপড়াআর নেই তুমি সেখানটাতে....যেতে পারো তুমি অন্য কোথাওযদি অন্য কাউকে ভালো লাগে....দাঁড়াবো না কখনো সামনে তোমারভালোবাসার দাবি নিয়ে.....।।সত্যিই আর নেই তুমি আমারকিন্তু আমার ভালোবাসাটুকু রবেশুধুই তোমার..........

সহজেই NOTEPAD দিয়ে RAM কে CLEAN করুন। Clean Ram with Notepad

আপনি যখন আপনার কম্পিউটারে গেইম্-স অথবা অনেকগুলো পোগ্রাম নিয়ে একত্রে কাজ করতে থাকেন তখন আপনার operating system টা স্লো থেকে স্লো-তর হতে থাকে। এক পর্যায়ে আপনার পুরো কম্পিউটার-টাই হ্যাং হয়ে যায়। এর অন্যতম মূল কারন হচ্ছে আপনার Ram এর উপর্যোপরি ব্যবহার।
তাছাড়া আপনার ব্যবহৃত পোগ্রামগুলোর অদৃশ্যেমান ফাইলগুলো আপনার Ramএর বিরাট একটা অংশ দখল করে থাকে। যাইহোক,এরূপ সমস্যা থেকে বাচতে চাইলে আপনার Ram কে সবসময় clean রাখুন।

যেভাবে আপনার কম্পিউটারের  RAM  কে NOTEPAD দ্বারা CLEAN রাখবেনঃ-
প্রথমে desktop এ গিয়ে একটি New text file ওপেন করুন। তারপর সেখানে নিচের লাইন টি টাইপ করুন।
FreeMem=Space(64000000)
এবার cleaningRAM.vbs নাম দ্বারা notepad ফাইল টি save করুন। [save করার সময় আপনাকে"All Files" option টি choose করতে হবে। তবে save করার সময় নামের শেষে যাতে .vbs লেখাটি থাকে সেটা সম্পর্কে নিশ্চিত হোন]
এরপর থেকে RAM কে clean রাখতে নিয়মিত file টি Run করুন।
আপনি চাইলে এটাকে edit করে নিচের লাইন টি দ্বারা সর্বোচ্চ cleaning সুবিধা ও পেতে পারেন। তাছাড়া এতে করে আপনার কম্পিউটার এর স্পিড ও বাড়াতে পারেন।
FreeMem=Space(1280000000)

আজকের পোস্ট টি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।

কোন ডাটা হারানো ছাড়াই ভূলে যাওয়া PASSWORD, Remove করুন খুব সহজে ।

নমস্কার বন্ধুরা আমি পীযূষ আমি আজ তোমাদের একটা খুব উপকারী জিনিস শেখাবো ।
বর্তমানে আমরা অনেকেই মাল্টিমিডিয়া NOKIA ফোন USE করি আর MEMORY CARD তো আছেই । অনেকে আবার এতেPASSWORD দেন দীরঘোদিন না USE করার ফলে ভূলে যান ।
ফলে সেই MEMORY CARD টা অন্য কোন মোবাইল বা COMPUTER এ ব্যাবহার করা যায় না ।
এখন আর চিন্তা নেই আমী শেখাব এই সমস্যাতে পড়লে কী ভাবে মুক্তি পাবেন ।
১. আপনি ১ম http://7a48b542.tinylinks.co/ এই link থেকে FExplorer নামের এই SOFTWARE টি আপনার NOKIAমোবাইল এ DOWNLOAD করুন ।
২. SOFTWARE টি OPEN করুন এবং C: এ যান ।
৩. এবার ফোল্ডারে C:SYSTEM এ ঢুকুন ।
৪. এবার MMCSTORE নামের কপি করে এমোণ একটা জায়গায় রাখুন যাতে আপনি সেটা COMPUTER এ COPY করতে পারবেন ।
৫. Computer এ কপি হবার পর সেটাকে Computer এর Notpad দিয়ে OPEN করুন ব্যাস আপনি দেখতে পাবেন আপনার ভুলে যাওয়া Password 

ভালো লাগলে কমেন্ট করে জানান । অনেক কষ্ট করে বাংলা তে TYPE করে আপনাদের জন্য পোষ্ট করেছি।
কোন সমস্যা হলে ৮০০১৭২৬২৪২ এই ণাম্বার এ ফোন কড়তে পাড়েন ।

লুকিয়ে ফেলুন কম্পিউটারের ড্রাইভ

অনেক প্রয়োজনেই ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে ফেলতে হয়। যদি কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে রাখতে চান, তবে প্রথমে রানে গিয়ে cmd (command promt) লিখুন।diskpart লিখে এন্টার করুনঅথবা run-এ গিয়ে diskpart লিখে এন্টার দিন। এখানে লিখুন list volume। এন্টার করুন।  আপনার কম্পিউটারের সব ড্রাইভের index নম্বরসহ দেখাবে। এবারে লিখুন Select volume (index number)। যেমন, ড্রাইভ D যদি ২ নম্বর হয়, তাহলে লিখুন Select volume 2। এরপর Remove letter (drive letter) লিখে এন্টার করুন। যেমন, ড্রাইভ D-এর জন্য লিখুন Remove letter D।

ব্যস ড্রাইভ লুকানোর কাজ শেষ।

এবার লুকানো ড্রাইভ ফিরিয়ে আনার জন্য সিলেক্ট ভলিউম পর্যন্ত আসুন। এর পরের ধাপে Remove letter-এর জায়গায় লিখতে হবে Assign letter। যেমন, D drive-এর জন্য লিখুন Assign letter D এবং এন্টার করুন। এবার দেখুন আপনার লুকানো ড্রাইভটি ফিরে এসেছে।

ফ্লাশ ড্রাইভে ডাটা transfer এত স্পীডে?? যেটা কোন সফটওয়ারও পারেনা।

প্রযুক্তির এই যুগে মোটামুটি আমরা সবাই কোন না কোন ভাবে ফ্লাশ ড্রাইভ ব্যাবহার করে থাকি, যেমন ধরুন পেনড্রাইভ ইত্যাদি, মোট কথা অন্তত একটি পেনড্রাইভ ছাড়া আমাদের চলেইনা।
কারন এটি এখন অনেকটা বন্ধুর মত হয়ে গেছে, সব সময় সাথে সাথে রাখতে হয়, কখন কারো পিসিতে সুন্ধর একটি জিনিষ দেখবো আর সাথে ওটা নিয়েও নিবো। কিন্তু ঝামেলা হল আমাদের পেনড্রাইভ গুলো অনেক স্লো, যার ফলে সামান্য একটি ডাটা transfer করতে গেলে আমাদের মূল্যবান অনেক সময় নষ্ট করতে হয়, যা আবার মহা বিরক্তিকরও। তাই আমরা transfer স্পীডের জন্য অনেক রকমের সফটওয়্যার ব্যাবহার করে থাকি, যেমন tera copy, fast copier ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আমি আজ যে ট্রিকসটি শেয়ার করবো তা সব সফটওয়্যারকে হার মানিয়ে দিবে।
এই কাজটি উইন্ডোজ সেভেনে অনেক সহজ, তাই ১ম উইন্ডোজ সেভেনের সিস্টেমটাই দেখাই।    (১) আপনার ফ্লাশ ড্রাইভটি usb পোর্টে লাগান
(২) মাই কম্পিউটারে ডুকে ফ্লাশ ড্রাইভের উপর রাইট ক্লিক করে format এ ক্লিক করুন, নিচে দেখুন……………
 ফ্লাশ ড্রাইভে ডাটা transfer এত স্পীডে?? যেটা কোন সফটওয়ারও পারেনা।
(৩) format এ ক্লিক করার পর নিচের মত দেখবেন………………………
 ফ্লাশ ড্রাইভে ডাটা transfer এত স্পীডে?? যেটা কোন সফটওয়ারও পারেনা।
দেখুন চিহ্নিত স্থানে fat32(Default) করা আছে, আপনি এরও তে ক্লিক করে NTFS করে দিন।
(৪) এবং সর্বশেষ start বাটনে ক্লিক করুন, কিছুক্ষন পর দেখবেন আপনার ফ্লাশ ড্রাইভটি NTFS এ ফরমেট হয়ে গেছে।
(৫) এবার কোন কিছু transfer করে দেখুন আর আগের তুলনায় পার্থক্য বুঝুন।
এবার দেখুন উইন্ডোজ এক্সপিতে যেভাবে ফ্লাশ ড্রাইভকে NTFS সিস্টেমে ফরমেট করবেন।
(১) এক্সপিতে এনটিএফএস হিসাবে ফরম্যাট করতে প্রথমে ইউএসবি পোর্টে ফ্লাশ ড্রাইভটিকে সংযুক্ত করুন।
(২) তারপর মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
(৩) এবং Hardware ট্যাব থেকে আপনার যুক্ত করা ফ্লাশ ড্রাইভটি নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন।
(৪) এখন পলিসিস ট্যাব থেকে Optimize for performance অপশন বাটন চেক করে OK করুন।
(৫) এবার মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Format এ ক্লিক করুন তাহলে ফরম্যাট ডায়ালগ বক্স আসবে।
(৬) এখন ফাইল সিস্টেমে দেখুন NTFS দেখা যাচ্ছে যা আগে ছিল না।
(৭) এরপর NTFS নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করে ফরম্যাট করে ফেলুন।
ব্যাস আপনার কাজ শেষ, এবার ডাটা transfer উপভোগ করতে থাকুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন…………।

কম্পিউটার দ্রুতগতি করার কিছু টিপস .

আপনার কম্পিউটার ধির গতি হয়ে গেছে ? নিচের টিপস গুলি অনুসরণ করলে  আপনার  কম্পিউটার আগের থেকে দ্রুততর হবে, যদি আপনার হার্ডওয়্যার ঠিক থাকে ?
  • কিছু সময় পর পর start থেকে run এ click করে tree লিখে ok করুন। এতে RAM এর কার্যক্ষমতা বাড়ে।
  • ctrl+alt+delete অথবা নিচের মেনুবার থেকে রাইট বাটন click করে Task Manager ওপেন করুন, এরপর processes option থেকে অপ্রইওজনিও process গুলো  যেগুলো কাজে লাগছে না , সেই process গুলো END process করুন। অবশ্যই খেয়াল রাখবেন যেন windows এর কোন process বন্ধ না হয়। তাহলে আপনার RAM এর খালি space  বাড়বে এবং সাথে সাথে কার্যক্ষমতাও বাড়বে।
  • virtual memory space বাড়িয়ে RAM এর গতি বাড়ানো যাই. My computer right button click / properties/ Advance /performance->settings /Advance-> virtual memory . সাধারণত virtual memory initial এর সাইজ RAM এর দিগুন এবং Maximum size RAM এর সাইজ এর চারগুণ হওয়া ভাল।
virtual memory 500x309 কম্পিউটার দ্রুতগতি করার কিছু টিপস।