কষ্টগুলোকে আজ ছুটি দিলামভাসিয়ে দিলাম কান্নারলোনা জলেমুক্তি দিলাম তোমাকেওআর আসব না জ্বালাতে...।।কাঁদাবো না আরতোমার নয়ন দুটিকেহাসাবো না ওই ঠোঁট দুটিকে...ভাঙ্গব না আর ঘুম তোমারবলব না আর নির্ঘুম রাত কাটাতে....।।সত্যিই আজ মুক্ত তুমিযে বাম পাঁজরে রাখার জন্য তোমায়এতো ঝগড়া,এতো বোঝাপড়াআর নেই তুমি সেখানটাতে....যেতে পারো তুমি অন্য কোথাওযদি অন্য কাউকে ভালো লাগে....দাঁড়াবো না কখনো সামনে তোমারভালোবাসার দাবি নিয়ে.....।।সত্যিই আর নেই তুমি আমারকিন্তু আমার ভালোবাসাটুকু রবেশুধুই তোমার..........
0 comments:
Post a Comment