আপনার কম্পিউটার ধির গতি হয়ে গেছে ? নিচের টিপস গুলি অনুসরণ করলে আপনার কম্পিউটার আগের থেকে দ্রুততর হবে, যদি আপনার হার্ডওয়্যার ঠিক থাকে ?
- কিছু সময় পর পর start থেকে run এ click করে tree লিখে ok করুন। এতে RAM এর কার্যক্ষমতা বাড়ে।
- ctrl+alt+delete অথবা নিচের মেনুবার থেকে রাইট বাটন click করে Task Manager ওপেন করুন, এরপর processes option থেকে অপ্রইওজনিও process গুলো যেগুলো কাজে লাগছে না , সেই process গুলো END process করুন। অবশ্যই খেয়াল রাখবেন যেন windows এর কোন process বন্ধ না হয়। তাহলে আপনার RAM এর খালি space বাড়বে এবং সাথে সাথে কার্যক্ষমতাও বাড়বে।
- virtual memory space বাড়িয়ে RAM এর গতি বাড়ানো যাই. My computer right button click / properties/ Advance /performance->settings /Advance-> virtual memory . সাধারণত virtual memory initial এর সাইজ RAM এর দিগুন এবং Maximum size RAM এর সাইজ এর চারগুণ হওয়া ভাল।
0 comments:
Post a Comment