হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন বাই লাইন আপনাকে পাঠ করে শোনাবে আপনার পিসিই। এজন্য আপনাকে কোনো আলাদা সফটওয়্যার দেয়ার লাগবে না। শুধুমাত্র নিচের সহজ ধাপগুলো অনুসরণ করতে হবে। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন থেকে শুরু করে উইন্ডোজ ৮ এও কাজ করবে এই মজার ট্রিক্সটি।
ধাপ-১: প্রথমে নোটপ্যাড খুলুন তারপর সেখানে নিচের লেখাগুলো হুবহু কপি করে পেস্ট করুন।
Dim Message, Speak
Message=InputBox(“Enter
Dim Message, Speak
Message=InputBox(“Enter
text”,”Speak”)
Set Speak=CreateObject
Set Speak=CreateObject
(“sapi.spvoice”)
Speak.Speak Message
Speak.Speak Message
ধাপ-২: এবার টেক্টট ফাইলটিকে Speak.vbs নামে ডেস্কটপে সেভ করুন। এক্ষেত্রে সেভ করার আগে ফাইল টাইপসে All Types সিলেক্ট করে নিতে হবে।
ধাপ-৩: এবার সেভ করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। তাহলে উপরের ছবির মতো একটি উইন্ডো আসবে। সেখানে ইংরেজিতে কোনো কিছু লেখার পর এন্টার চাপ দিন অথবা ওকে ক্লিক করুন। দেখবেন আপনার লেখা পড়ে শোনাচ্ছে কম্পিউটার। তবে হ্যাঁ, লেখাগুলো অবশ্যই ইংরেজি ভাষায় হতে হবে।
0 comments:
Post a Comment