Apr 26, 2014

কিভাবে প্রটেকশন করবেন আপনার প্রিয় কমপিউটার

সিম্পল একটা  রুল। কখনও অপরিচিত অথবা পরিচিত যেই হোক না কেন যদি আপনাকে কোন ফাইল দেয়। দয়া করে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পর এ সেটা ওপেন করবেন। তাতে অনেকটা প্রটেকশন হবে। অনেক ব্যাকডোর আছে যেগুলো অ্যান্টিভাইরাস ধরতে পারে না। যাকে বলে Undetectable BackDoor। এই রকম ব্যাকডোর অনেক সময় অ্যান্টিভাইরাস বাইপাস করে কম্পিউটার এ অ্যাটাক করে।
কিভাবে বাঁচবেন Undetectable BackDoor থেকে?


আপনারা অনেকেই হয়ত হ্যাকিং অপারেটিং সিস্টেম ব্যাকট্রাক এর নাম শুনেছেন। ব্যাকট্রাক এ একটি ফ্রেমওয়ার্ক আছে, যার নাম মেটাস্প্লইট। এই ফ্রেমওয়ার্ক দিয়ে Undetectable BackDoor তৈরি করা যায়। যা প্রায় ৯৯% অ্যান্টিভাইরাস বায়পাস করে কম্পিউটার এ অ্যাটাক করে। এ ক্ষেত্রে আমার সাজেশন Bit-Defender অ্যান্টিভাইরাস ব্যবহার করার জন্য। এটি অনেক Undetectable BackDoor detect করতে সক্ষম। বিশেষ করে ফাইল টির প্রপারটিস চেক করবেন। সেখানে যদি উলটা পাল্টা দেখেন তাহলে কোন সময় ফাইল টি ওপেন করেবন না। যেমন Creation Date, Developer name, Company ইত্যাদি। এগুলো মেনে চললে হয়ত আপনি আপনার কম্পিউটার প্রটেকশন করতে সক্ষম হবেন। আমার ৯৯.৯৯% surity দিচ্ছি। বাকি ০.০১% আপনের হাতে।

0 comments:

Post a Comment