Nov 17, 2014

ডিলিট হওয়া ফাইল গুলো ফিরিয়ে আনুন ৪ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে

আমরা ভুল করে অনেক সময় অনেক দরকারী ফাইল কম্পিউটার থেকে সম্পুর্ন ভাবে ডিলিট করে দিই এবং পরে পাওয়ার জন্য আফসোস করতে হয়। আপনি এখন ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করতে পারবেন সহজেই। ফাইল পুনরুদ্ধার করার জন্য অনেক সফটওয়্যার আছে কিন্তু বেশিরভাগ সফটওয়্যার কাজ করেনা ।আজকে খুব ভাল একটা কাজের সফটওয়্যার শেয়ার করব যেটা হল Recuva এই সফটওয়্যার যার দ্বারা সহজেই ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করা যায় ।ভাইরাসের কারনে ডিলিট হওয়া ফাইলও আপনি উদ্ধার করতে পারেন Recuva সফটওয়্যার দিয়ে
এই সফটওয়্যার এর সুবিধা হল > ইচ্ছামত MP3.Mp4,Pdf আলাদাভাবে পুনরুদ্ধার করা যায়
>ফাইল এর Quality দেখা যায়
>Deep Scan এনাবল করে অনেক আগের ফাইল পুনরুদ্ধার করা যায়
ডিলিট হওয়া ফাইল গুলো ফিরিয়ে আনুন ৪ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে ডিলিট হওয়া ফাইল গুলো ফিরিয়ে আনুন ৪ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে
যে ফাইল পুনরুদ্ধার করতে চান সেটার ওপর রাইট বাটন ক্লিক করে Recover Highlited অপশন এ ক্লিক করবেন

0 comments:

Post a Comment